বর্ষবরণ ১৪৩১

হালনাগাদ: ৩০ চৈত্র ১৪৩০/ ১৩ এপ্রিল ২০২৪

আরম্ভের সময় ১ বৈশাখ ১৪৩১/ ১৪ এপ্রিল ২০২৪ ০৬:১৫ ঘটিকা
সমাপ্তির সময় ১ বৈশাখ ১৪৩১/ ১৪ এপ্রিল ২০২৪ ০৮:১৫ ঘটিকা
আয়োজন স্থান রমনা বটমূল

বর্ষবরণ ১৪৩১

"দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এই তো আলো" - নববর্ষের প্রথম প্রভাতে এই আহ্বান নিয়ে ছায়ানট বরণ করল ১৪৩১ বঙ্গাব্দকে। ভোগবাদ নয়, স্বার্থপরতা নয়, মনুষ্যত্বকে পাওয়ার অভিলাষী ছায়ানট স্বাভাবিকতার সাধনা এবং সম্প্রীতির ধ্যানে নিবেদন করেছে মানুষের জয়গান।
ভোরের আলো ফুটতেই আহীর ভৈরব রাগে বাঁশির সুরে এবারের নতুন বছর আবাহনের শুরু হয়। পুরো অনুষ্ঠান সাজানো ছিল নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। যোগ হয়েছে, জাতীয় কবির কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণে স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিককে স্মরণ।

সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক:
১. ইউটিউব
২. ফেইসবুক

অনুষ্ঠানক্রম:

ক্রম শিরোনাম / বিষয় রচয়িতা শিল্পী / বক্তা
রাগালাপ - আহীর ভৈরব বাঁশি   মর্তুজা কবির মুরাদ
আঁধার রজনী পোহালো সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর বড়দের দল
বিমল আনন্দে জাগো রে একক গান রবীন্দ্রনাথ ঠাকুর সত্যম্ কুমার দেবনাথ 
তোমার সুর শুনায়ে একক গান রবীন্দ্রনাথ ঠাকুর তানিয়া মান্নান 
উদার অম্বর দরবারে তোরি সম্মেলক গান কাজী নজরুল ইসলাম বড়দের দল
তিমির দুয়ার খোলো একক গান রবীন্দ্রনাথ ঠাকুর এ টি এম জাহাঙ্গীর 
ওঠো ওঠো রে  সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের দল
অধরা দিল ধরা এ ধুলার ধরণীতে একক গান কথা: নিশিকান্ত রায় চৌধুরী
সুর: দিলীপ কুমার রায়
শারমিন সাথী ইসলাম ময়না
প্রথম আলোক লহ প্রণিপাত একক গান কথা: অজয় ভট্টাচার্য
সুর: পাহাড়ি সান্যাল
খায়রুল আনাম শাকিল
১০ আনো আনো অমৃত বারি একক গান কাজী নজরুল ইসলাম মিরাজুল জান্নাত সোনিয়া 
১১ ত্রাণ ও অপমানিত পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্ত চট্টোপাধ্যায়
১২ এ পথ গেছে কোন খানে সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের দল
১৩ মেঘ বিহীন খর বৈশাখে একক গান কাজী নজরুল ইসলাম মনীষ সরকার
১৪ ওরে বন তোর বিজনে একক গান অতুলপ্রসাদ সেন সেমন্তী মঞ্জরী
১৫ বহে নিরন্তর অনন্ত আনন্দধারা সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর বড়দের দল
১৬  আমার মন চেয়ে রয় একক গান রবীন্দ্রনাথ ঠাকুর তাহমিদ ওয়াসিফ ঋভু 
১৭ নমঃ নমঃ নমো বাঙলাদেশ মম সম্মেলক গান কাজী নজরুল ইসলাম ছোটদের দল
১৮ আমি বাউল হলাম একক গান কাজী নজরুল ইসলাম বিজন চন্দ্র মিস্ত্রী 
১৯ আমার সোনার বাংলায় একক গান খালেক দেওয়ান মুহাম্মদ কামরুল বাশার
২০ এই না বাংলাদেশের গান সম্মেলক গান মোশাদ আলী বড় ও ছোটদের দল
২১ কারার ঐ লৌহ কপাট
এই শিকল পরা ছল
সম্মেলক গান কাজী নজরুল ইসলাম বড় ও ছোটদের দল
২২ বিপ্লবেরই রক্তরাঙা ঝাণ্ডা ওড়ে আকাশে সম্মেলক গান আবুবকর সিদ্দিক বড়দের দল
২৩ জীবন-বিজ্ঞান পাঠ কাজী নজরুল ইসলাম রামেন্দু মজুমদার
২৪ নাই নাই ভয় সম্মেলক গান রবীন্দ্রনাথ ঠাকুর বড় ও ছোটদের দল
২৫ হিংসা আর নিন্দা ছাড়ো একক গান কুটি মনসুর বিমান চন্দ্র বিশ্বাস 
২৬ মনেরে  আর  বোঝাই কতো একক গান লালন সাঁই চন্দনা মজুমদার
২৭ আমি টাকডুম টাকডুম বাজাই সম্মেলক গান কথা: মীরা দেব বর্মন
সুর: শচীন দেব বর্মন
বড় ও ছোটদের দল
২৮ কথন     সারওয়ার আলী
২৯ জাতীয় সঙ্গীত     সকলে

যন্ত্রাণুষঙ্গ:
সেতার – ফিরোজ খান
দোতারা – রতন কুমার রায়
কিবোর্ড – রবিন্স চৌধুরী
বাঁশি – মো. মামুনুর রশিদ
তবলা – বাদল চৌধুরী, স্বরূপ হোসেন
ঢোল – শিব নাথ শিবু
মন্দিরা/একতারা – প্রদীপ কুমার রায়