বর্ষবরণ ১৪৩২
আরম্ভের সময় | ১ বৈশাখ ১৪৩২/ ১৪ এপ্রিল ২০২৫ | ০৬:১৫ ঘটিকা |
সমাপ্তির সময় | ১ বৈশাখ ১৪৩২/ ১৪ এপ্রিল ২০২৫ | ০৮:১৫ ঘটিকা |
আয়োজন স্থান | রমনা বটমূল |

১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, সোমবার। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা হলো রমনার বটমূলে। ছায়ানটের এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান।
বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এদেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবুও আমরা আশাহত হই না, দিশা হারাইনা, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসাথে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। সার্থক হবেই হবে, মানুষ-দেশ, এ পৃথিবীকে ভালবেসে চলবার মন্ত্র।
এবারের অনুষ্ঠানসজ্জায় অন্তর্ভুক্ত ছিল ৯টি সম্মেলক ও ১২ টি একক গান এবং ৩টি পাঠ। সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক: