বর্ষার অনুষ্ঠান ১৪৩২

হালনাগাদ: ১৯ আশ্বিন ১৪৩২/ ০৪ অক্টোবর ২০২৫

আরম্ভের সময় ৬ আষাঢ় ১৪৩২/ ২০ জুন ২০২৫ ১৯:০০ ঘটিকা
সমাপ্তির সময় ৬ আষাঢ় ১৪৩২/ ২০ জুন ২০২৫ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

বর্ষার অনুষ্ঠান ১৪৩২

ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি বেগম সুফিয়া কামালকে উৎসর্গীকৃত ছায়ানটের বর্ষার অনুষ্ঠান - ৬ আষাঢ় ১৪৩২, ২০ জুন ২০২৫, শুক্রবার। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় আয়োজনের সূচনায় কথা ও গানে সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইফ্‌ফাত আরা দেওয়ান।
এবারের আয়োজন সাজানো হয় বর্ষার রাগ ও রাগাশ্রয়ী গান দিয়ে। ৯টি রাগের সাথে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ও নজরুলের রাগাশ্রয়ী ১০টি বর্ষার গান।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক