নজরুল-প্রয়াণদিবস ১৪৩২
আরম্ভের সময় | ১২ ভাদ্র ১৪৩২/ ২৭ আগস্ট ২০২৫ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১২ ভাদ্র ১৪৩২/ ২৭ আগস্ট ২০২৫ | ২০:৪৫ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

১২ ভাদ্র ১৪৩২, ২৭ অগাস্ট ২০২৫, বুধবার, সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলামের-প্রয়াণদিবসে ছায়ানট নিবেদন করে ‘ভক্তিরসের নজরুল’। আলোময় বিশ্বাসের গ্রন্থনায় এই অনুষ্ঠানে পাঠ-আবৃত্তি করেন জাহীদ রেজা নূর ও সুমনা বিশ্বাস; একক গান পরিবেশন করেন (ক্রমানুসারে) সুপ্রিয়া দাশ, পরিতোষ কুমার মন্ডল, মিরাজুল জান্নাত সোনিয়া, প্রিয়ন্তু দেব, আফরোজা খান মিতা, মোহিত খান, বিজন চন্দ্র মিস্ত্রী, শাহীন সামাদ, রেজাউল করিম, সনজিদা বীথিকা, ঐশ্বর্য সমদ্দার, সুস্মিতা দেবনাথ শুচি, সমুদ্র শুভম্, ফারহানা আক্তার শ্যার্লি, শারমিন সাথী ইসলাম ও মইদুল ইসলাম। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ২ সম্মেলক গান ও ১টি সম্মেলক নৃত্যগীত পরিবেশিত হয়।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ, তবলায় গৌতম সরকার ও ইফতেখার আলম ডলার এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক