আজিকে স্মরিও তারে - শহিদ আলতাফ মাহমুদ-এর অন্তর্ধান দিবসে ছায়ানটের শ্রদ্ধাঞ্জলি
আরম্ভের সময় | ১৫ ভাদ্র ১৪৩২/ ৩০ আগস্ট ২০২৫ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১৫ ভাদ্র ১৪৩২/ ৩০ আগস্ট ২০২৫ | ২০:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

১৫ ভাদ্র ১৪৩২, ৩০ অগাস্ট ২০২৫, শনিবার শহিদ আলতাফ মাহমুদ-এর অন্তর্ধান দিবসে ছায়ানটের শ্রদ্ধাঞ্জলি – 'আজিকে স্মরিও তারে' অনুষ্ঠিত হয় ছায়ানট মিলনায়তনে। বক্তব্য রাখেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী। শহিদ আলতাফ মাহমুদের সুরারোপিত গান পরিবেশনের ফাঁকে ফাঁকে আলাপচারিতায় ছিলেন তাঁর কন্যা শাওন মাহমুদ, সঞ্চালনা করেন ছায়ানটের যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায়। একক গান পরিবেশন করেন (ক্রমানুসারে) শারমিন সাথী ইসলাম ময়না, ফারহানা আক্তার, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রী ও শাহীন সামাদ। অনুষ্ঠানে সেন্টু রায় নির্মিত তথ্যচিত্র “শহিদ আলতাফ মাহমুদ”-এর অংশবিশেষ প্রদর্শিত হয়। আলতাফ মাহমুদ সম্পর্কে ওয়াহিদুল হকের লেখার পাঠের সাথে তাঁর ছবি দেখানো হয়।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন বাঁশিতে মো: মনিরুজ্জামান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, তবলায় সুবীর ঘোষ ও স্বরূপ হোসেন এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।
সকলের জন্য উন্মুক্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক